গরমে প্রশান্তি পেতে চাই এসি বা এয়ারকন্ডিশনার



                                           বুশরা  এন্টারপ্রাইজ
                   রেলরোড,বাইপাস,বাগেরহাট
                                                 01886611526


গরম শুরু হয়েছে। গরমে প্রশান্তি পেতে চাই এসি বা এয়ারকন্ডিশনার। বাসাবাড়িতে এসির ব্যবহার করেন অনেকে। কিন্তু এসির বিদ্যুৎ খরচ নিয়ে গ্রাহকের ভাবনার শেষ নেই। নিয়ন্ত্রিতভাবে এসি ব্যবহার করা গেলে এর বিল কমিয়ে আনা সম্ভব। এসবের সহজ সমাধান করতে পারেন বিদ্যুৎ সাশ্রয়ী এসি ব্যবহার করে।
বিল কম
এসি চালিয়ে খুব তাড়াতাড়ি নিজেকে ঠান্ডা করার চেষ্টা করা উচিত নয়। আপনি যতই গরম থাকুন না কেন, এসির তাপমাত্রা সব সময় ২৫ ডিগ্রি সেলসিয়াস রাখা উচিত। নির্দিষ্ট মাত্রায় ঠান্ডা হয়ে যাওয়ার পর এসি বন্ধ করে ফ্যান চালানো যেতে পারে। রাতে টাইমার দিয়ে রাখা ভালো, যাতে নির্দিষ্ট মাত্রায় ঠান্ডা হওয়ার পর এসি আপনাআপনি বন্ধ হয়ে যায়। বর্তমানে ইনভার্টারযুক্ত এসি পাওয়া যায়। এসব যন্ত্রপাতি ব্যবহার করলে বিদ্যুৎ বিল দুই–তৃতীয়াংশ কমিয়ে আনা সম্ভব। এসির জন্য বিদ্যুতের লাইনের সংযোগ ও তারের ওপর অনেক সময় বিদ্যুতের বিল অনেক সময় নির্ভর করে। খারাপ মানের তার হলে, সংযোগ দুর্বল বা নড়বড়ে হলে সেটি লো ভোল্টেজের সৃষ্টি করে, ফলে বিলও বেড়ে যায়। বছরে অন্তত একবার এসি যন্ত্রপাতি পরীক্ষা করাতে হবে। বাসার এসি নিয়মিত সময় পরপর পরিষ্কার করানো হলে সেটি কম বিদ্যুৎ ব্যবহার করবে।
বিদ্যুৎ সাশ্রয়ীদেশেই আন্তর্জাতিক মানের ব্যাপক মাত্রায় বিদ্যুৎ সাশ্রয়ী ভিআরএফ (ভেরিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো) এসি বানাচ্ছে মার্সেল । জানা গেছে, ভিআরএফ প্রযুক্তিকে বলা হয় চতুর্থ প্রজন্মের সবচেয়ে আধুনিক শীতাতপনিয়ন্ত্রণ বা এয়ারকন্ডিশনিং ব্যবস্থা। একই সময়ে পুরো ভবনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে এ প্রযুক্তি। অর্থাৎ একটি ভবনের ইনডোর এয়ারকন্ডিশনিং ইউনিটগুলোকে একটি সেন্ট্রাল কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে পরিচালনা করা হয়। ওয়ালটনের ভিআরএফ এসিতে অন্তর্ভুক্ত রয়েছে কমফোর্ট কুলিং এবং ডুয়াল সেন্সিং সিস্টেম। ফলে, প্রয়োজন অনুযায়ী ঠান্ডা ও গরম বাতাস পাওয়া যাবে। এটি ব্যবহারকারীর সুবিধামতো ঘরের যেকোনো স্থানে স্বল্প পরিসরে স্থাপন করা যাবে। সম্প্রতি ওয়ালটন এসিতে সংযোজন করা হয়েছে আয়নাইজার প্রযুক্তি। এটি ব্যবহারে রুমের বাতাস থাকে ধুলা-ময়লা ও ব্যাকটেরিয়ামুক্ত। সাধারণ এসির তুলনায় মার্সেলের ইনভার্টার এসি ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী। মার্সেলের এসিতে আরও ব্যবহার করা হচ্ছে গোল্ডেন কালার ফিন প্রযুক্তি, যা এসির স্থায়িত্ব বাড়ায়।
আরও সুবিধা
মার্সেল কর্তৃপক্ষ জানায়, এসিতে বেশ কিছু সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। এখন মার্সেল এসি কিনে ক্রেতারা পাচ্ছেন পুরো এক বছরের বিদ্যুৎ বিলের সমপরিমাণের বেশি টাকা ফ্রি পাওয়ার সুযোগ। তা ছাড়া চলছে ‘এসি এক্সচেঞ্জ অফার’। এর আওতায় পুরোনো এসি জমা দিলে গ্রাহক তাঁর পছন্দ করা নতুন মার্সেল এসির মূল্য থেকে ২৫ শতাংশ ছাড় পাবেন। এর পাশাপাশি, দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৪–এর আওতায় দেশের যেকোনো মার্সেল শোরুম থেকে এসি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন সর্বোচ্চ এক লাখ টাকার ক্যাশ ভাউচারসহ ল্যাপটপ, ফ্রিজ, টিভিসহ অসংখ্য হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ফ্রি।
মার্সেল এসির চিফ অপারেটিং অফিসার প্রকৌশলী ইসহাক রনি জানান, মার্সেলের রয়েছে আইওটি বেইজড স্মার্ট এসি, যা ভয়েস কমান্ড ও মুঠোফোনে নিয়ন্ত্রণযোগ্য। অর্থাৎ ‘ভয়েস কন্ট্রোল’ বা ‘আমাজন ইকো’র মাধ্যমে রিমোট কন্ট্রোল ছাড়াই স্মার্ট এসির শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা বাড়ানো, কমানো, চালু বা বন্ধ করা যাবে। এসিতে প্রতিদিন বা মাসিক বিল আসছে কত? ভোল্টেজ লো না হাই? কম্প্রেসর কি ওভারলোডে চলছে? স্মার্ট এসিতে মিলবে এসবের উত্তর।
বিনা মূল্যের কলার টিউন সেট করলেই ফ্রি টকটাইম দিচ্ছে মার্সেল  প্রতিষ্ঠানটির এয়ারকন্ডিশনারের বিভিন্ন তথ্যমূলক এই কলার টিউন নিজেদের মোবাইলে সেট করে তাৎক্ষণিকভাবে গ্রাহকেরা ১০ টাকার ফ্রি টকটাইম পাবেন।
দরদাম
ভেনচুরি ও রিভারাইন সিরিজের ১.৫ টনের মার্সেল স্মার্ট এসির দাম ৬৫ হাজার টাকা। আর একই সিরিজের ২ টনের স্মার্ট এসির দাম পড়বে ৭৬ হাজার ৪০০ টাকা।
এ বছর স্থানীয় বাজারে সাম্প্রতিক প্রযুক্তির ১ টন, ১.৫ টন ও ২ টনের মোট ১৫ মডেলের স্প্লিট এসি ছেড়েছে ওয়ালটন। এসব এসির দাম ৩৫ হাজার ৯০০ থেকে ৭৬ হাজার ৪০০ টাকার মধ্যে। স্প্লিট এসির পাশাপাশি ৪ ও ৫ টনের সিলিং ও ক্যাসেট টাইপ এসিও উৎপাদন করছে মার্সেল । ৬ মাসের রিপ্লেসমেন্ট (বদলে দেওয়া) গ্যারান্টির পাশাপাশি মার্সেলের ইনভার্টার এসির কম্প্রেসরে রয়েছে ১০ বছরের গ্যারান্টি। থাকছে ৩৬ মাসের সহজ কিস্তি সুবিধায় কেনার সুযোগ।

Comments